“কাউকে পেছনে ফেলে নয়, ন্যায্য রূপান্তরের এখনই সময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে পুরাতন থানার ছোলমবাড়িয়া খেয়াঘাট এলাকায় মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় তরুণ-তরুণী, পরিবেশকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা।
সমাবেশে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব,বিশেষ করে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা বৃদ্ধির ঝুঁকি—প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেন। “Just Transition Now” শ্লোগানে তারা ন্যায্য ও টেকসই উন্নয়নের দাবি জানান।
কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান ছিল সিসিডিবি ও নির্ভয় ফাউন্ডেশন। বাস্তবায়ন করে ইয়ুথ নেট গ্লোবাল এবং টাইমলেস ইয়ুথ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির মোরেলগঞ্জ শাখার প্রতিনিধি পার্থ সাহা ও স্নিগ্ধা পাল, এবং লজিক ইয়ুথ বাগেরহাট জেলা টিম লিডার মোঃ নাজমুল।
সমাবেশে বক্তব্য রাখেন,ইয়ুথ নেট গ্লোবাল বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর,আব্দুল্লাহ আল শিহাব ইমন,টিম প্রজেক্ট কো-অর্ডিনেটর: মেহেরাব আলম অপি,ইয়ুথ ফর দ্য সুন্দরবন মোরেলগঞ্জ প্রতিনিধি, মোঃ রুমান হোসাইন,বিডিক্লিন মোরেলগঞ্জ শাখার সামিয়া আক্তার,মোঃ সাকিবসহ টাইমলেস ইয়ুথ ফাউন্ডেশনের মোঃ সাকিব হাসান সিয়াম।
বক্তারা বলেন, মোরেলগঞ্জসহ উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও জোরালোভাবে অনুভূত হচ্ছে। তাই স্থানীয় জনগণকে সচেতন করা, পরিবেশবান্ধব উদ্যোগ বাড়ানো এবং তরুণদের জলবায়ু আন্দোলনে যুক্ত করা অত্যন্ত জরুরি।
তাদের মতে, ন্যায্য রূপান্তর বলতে এমন উন্নয়ন ব্যবস্থাকে বোঝায় যেখানে কৃষক, শ্রমজীবী মানুষ, নারী, শিশু ও তরুণসহ সমাজের প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে, এবং জলবায়ু ক্ষতির বোঝা কেউ একা বহন করবে না।
সমাবেশে তরুণদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। মানববন্ধন চলাকালে তারা সুন্দরবন রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, জলবায়ু অভিযোজন এবং বনসম্পদ সংরক্ষণের দাবিতে স্লোগান দেন।
আয়োজকরা বলেন,
জলবায়ু সংকট ভবিষ্যতের বিষয় নয়,এটি এখনই আমাদের জীবনে প্রভাব ফেলছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।