কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আসন্ন মাহফিলের প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে এক প্রস্তুতি সভা ১৩ ফেব্রুয়ারি দরবার শরীফে অনুষ্ঠিত হয়। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহ কেন্দ্রীয় আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোতালিব হোসাইন সালেহী, মাওলানা সানাউল্লাহ জিহাদী প্রমূখ।
ঐতিহাসিক মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, নবীপুর পূর্ব ইউপি’র চেয়ারম্যান কাজী আবুল খায়ের, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, পূর্ব ধৈইর ইউপি’র চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজ, আন্দিকুট ইউপি’র চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, নবীপুর (পশ্চিম) ইউপি’র চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন প্রমূখ।
এছাড়াও প্রস্তুতি সভায় দরবার শরীফের খলিফা, ভক্ত আশেকীন-সালেহীনসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।