জুবায়ের আহম্মেদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে  উপজেলা দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মশালা’২৩ অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ১২মে বিকেল ৩টা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মাদ এমদাদুল হক এর সঞ্চালনায় ও মুহাম্মাদ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার। প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের  কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আ হ ম আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত থেকে আলোচলা প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ।
এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ও এর আওতাধীন বিভিন্ন উপজেলা দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।