জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

পটুয়াখালীর মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়া ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ২ হাজার ছয়শত সাতাশি ভোট পেয়েছেন।
আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল সেলিম মিয়া কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

নিকটতম প্রার্থী মোঃ কামাল হোসেন পেয়েছেন ২ হাজার ২৬৪ভোট। তিনি ওই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদে ছিলেন। প্রার্থী হওয়ায় তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৫১০ ভোট।উল্লেখ্য, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মাহবুব আলম স্বপন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। কাকড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।