জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুুই ওষুধ ফার্মেসীকে জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওষুধ গুদামজাত করন ও বিক্রয়ের অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমিন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লিটন পালের অমিত মেডিকেল হলকে ৪৫ হাজার টাকা এবং রাজু মিয়ার বন্ধু মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশনা জাহান ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুর রউফ তালুকদার, ইউএনও অফিসের নাজির তাইজুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওশনা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘন অপরাধে দুটি ওষুধ ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে।