মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আলীম (৩৫) নামে একজন মারা গেছেন৷
বুধবার (৩১ মে) বিকেলে উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শেখ আলীম যাত্রাপুর গ্রামের সিকিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে শেখ আলীম বাড়িতে ঘরের ফ্যানের বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শেখ আলীম নিজ বাড়ির বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Print [1]