আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়ার মোড়ে আজ (রবিবার) দুপুর আনুমানিক ২ ঘটিকায় নিজের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত রকিবুল হাসান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রকিবুল হাসান (১৯) তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ২ ঘটিকায় মোটরসাইকেলে করে তাড়াইল হতে কিশোরগঞ্জ যাওয়ার পথে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের ঘোষপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেন্টি গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রকিবুল হাসান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসআই সোলেমানের নেতৃত্বে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়। নিহতের পরিবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে ইচ্ছুক না থাকায় তখনি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।