সাব্বির আলম বাবু (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ভোলায় তীব্র গরমে বাড়ছে তালপাখার কদর

বেশকিছুদিন ধরেই সারাদেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। অতিষ্ঠ গরম নিবাবরনের জন্য তাই ভোলা জেলার সর্বত্র বেড়েছে তালপাখা কেনার ধুম। ছোট বড় আকার ভেদে প্রতিটি তালপাখা ৬০/১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা সদরে এক শিশুকে তালপাখা বিক্রি করতে দেখা যায়। এ সময় নানা বয়সের নারী-পরুষদের ৫০ টাকায় তালপাখাগুলো কিনতে দেখা যায়। বোরহানউদ্দিন এলাকা থেকে মার্কেটে আসা তালপাখা ক্রেতা রুমানা ইসলাম জানান, রাতের বেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হওয়ার কারনে ছেলেমেয়েদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা ছেলে-মেয়ে নিয়ে গরমে রাতে ও দিনের বেলায় ঘরের ভেতরে থাকতে পারি না। এখন শুনতে পাচ্ছি বিদ্যুতের দুটি কেন্দ্রে বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তাই ফ্যানের বিকল্প হিসেবে আমরা নিরুপায় হয়ে তালপাখা কিনছি। অপরদিকে আবহাওয়া অফিস সারাদেশের তাপমাত্রা কমার বিষয়ে এখনো কোন ধরনের সু-খবর দিতে পারেনি।

বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া লাগালেও বিদ্যুত সম্পর্কিত বিলাসবহুল পন্য ঘন ঘন লোডশেডিং এর কারনে বেশীর ভাগই অকেজো। তাই তীব্র তাপদাহ থেকে নিজেকে নিবারন ও ঠান্ডা হাওয়ার শীতল পরশ পেতে জনগনকে সেই পুরনো অবহেলিত বিলুপ্তপ্রায় এতিহ্যবাহী তালের হাত পাখার উপর নির্ভর করতে হচ্ছে।