জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল বৃদ্ধ

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার কিসমত শৈলাবুনিয়া গ্রামে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ইউনুস ফরাজি নামে এক বৃদ্ধের।

৭/৬/২৩ ইংরেজি তারিখ সকাল ৯ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কিসমত শৈলাবুনিয়া গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইউনুস ফরাজি (৬৫) গ্রাম কিসমত শৈলা বুনিয়া, উপজেলা, মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী।

এলাকাবাসী জানান, সকালে নিহত ব্যক্তি মাছ ধরতে সীমন্ত নদীতে যায়, নদীতে জোয়ার হওয়ায় বাড়ি ফেরার পথে কিসমত শৈলাবুনিয়া গ্রামে পুরাতন ইউনিয়ন পরিষদ এলাকায় আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় সুবিদখালী থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে নিহত ব্যক্তি মাটিতে লুফিয়ে পড়ে, মারাত্মকভাবে আহত হয়, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মোটরসাইকেলের আরোহী ব্যক্তির নাম মোহাম্মদ নিরব, পিতা: দুলাল, গ্রাম শৈলাবুনিয়া, মির্জাগঞ্জ, পটুয়াখালী। মোটরসাইকেল আরোহী ব্যক্তি আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মরগে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।