জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে আদুরী এগ্রো ফার্মে কুরবানির গরু “নেপালি গিড়”

মির্জাগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন খামার ব্যবসায়ীরা তাদের খামারের গরু বাজারে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্ব সুবিদখালী গ্রামে অবস্থিত আদুরী এগ্রো ফার্মে গরু বাজারে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে “”নেপালি গির”””।

গরুটি দেখতে কালো রং, সুস্বাস্থ্যের অধিকারী, মাথার শিংয়ে রয়েছে সৌন্দর্য, ঠান্ডা প্রকৃতির,। এছাড়াও আদুরী এগ্রো ফার্মে বিভিন্ন জাতের বিভিন্ন দামের গরু রয়েছে। আদুরী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জনাব গোলাম ফারুক বলেন, “”নেপালি গির”” নামের গরুটিতে প্রায় ৩২০ কেজি গোস্ত হবে, দাম ধার্য করা হয়েছে, ২ লক্ষ ৪০ হাজার টাকা।

তিনি বলেন আদুরী এগ্রো ফার্ম মনোরম পরিবেশে প্রায় ১২ শতাংশ জমিতে নির্মাণ করা হয়েছে। এখানে বিভিন্ন দামে বিভিন্ন প্রকার দেশীয় গরু ঈদকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত নিচ্ছে। তিনি বলেন আমাদের ফার্মের গরু গুলো দেশীয় খাবার খাওয়ানো হয়। মোটাতাজা করার জন্য কোন প্রকার ঔষধ দেওয়া হয় না, প্রাকৃতিক ঘাস, ভুট্টা, গম, খইর, ভুসি, সংমিশ্রণে খাদ্য দেওয়া হয় , ক্রেতার সুবিধার্থে ক্রেতা গরু ক্রয় করার পর কুরবানী দেওয়ার আগ পর্যন্ত ফার্মে রাখতে পারবে।

গরু রাখার জন্য বাড়তি কোনো খরচ দিতে হবে না।