নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতির বাবার ইন্তেকাল

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলামের বাবা ‘নুর ইসলাম হাওলাদার’ ইন্তেকাল করেছেন! (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত নুর ইসলাম হাওলাদার বার্ধক্যজনিত কারণে রবিবার (২৫ জুন) সকাল ৯টার সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতিনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাংবাদিক মনিরুল ইসলামের বাবার মৃত্যুতে ‘বিডি পিপলস নিউজ’ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।