আরিফুর রহমান সুজন: , আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বরগুনা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। পরে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে সৈকতের পূর্ব দিকে লঞ্চঘাট নামক স্থানে ভেসে আসে।

স্থানীয়রা জানান, উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পূর্ব দিকে ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি ডলফিন ভেসে আসে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। মৃত ডলফিনটি বন বিভাগ উদ্ধার করে মাটি চাপা দেয়। ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।

তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকা পরে ডলফিনটির মৃত্যু হতে পারে। ডলফিনটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।