জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আল কোরআন অবমাননার প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

সম্প্রতি সুইডেনে পবিত্র ঈদুল আজহার দিনে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়ন মুসলিম তৌহিদী জনতা এর ব্যনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩জুলাই) বিকেল ৩টা,  তারঘাট বাজার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নান্দাইল-কিশোরগঞ্জ মহাসড়ক ও মুশুলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রদক্ষিন করে পূনঃরায় তারঘাট বাজার ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
এসময় বক্তব্য প্রদান করেন স্থানীয় আলেম-উলামা, শিক্ষানুরাগী, ও সমাজসেবকগন।
বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলেন আমি নামাজ পড়ি, কোরআন পড়ি সেই কথা গুলো আমরা  মিডিয়ায় দেখতে পাই। সত্যিই যদি কোরআনের প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে সংসদ থেকে এই ন্যাক্কারজন ঘটনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন করুন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জুবায়ের আহমাদ জুয়েল, জনাব রাজন আহমেদ, মাওলানা নূরুদ্দীন, জনাব হারুন রশীদ আকন্দ, মাওলানা শফিকুল ইসলাম। (প্রমুখ)