রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নোয়াখালী পদযাত্রার গাড়িবহরে হামলা

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে পদযাত্রায় অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৫জন নেতা-কর্মী আহত এবং ৮টি মাইক্রো ও বাস ভাংচুর করেছে লাকসামের কতিপয় দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর আনুমানিক ১টায় লাকসাম উত্তর বাইপাস সড়কের উত্তর মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ‍্যাডভোকেট নাছির উদ্দিন, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ ৩৫ জন নেতা কর্মী আহত হয়। এর মধ্যে অবস্থা গুরতর ১৭ জন কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ দিকে মুরাদনগর সদর ইউনিয়নের দেলোয়ার হোসেন নামে এক কর্মী আহত হওয়ার খবর পেয়ে ৬০ বছর বয়সী পিতা আলীরচর গ্রামের আবুল কাশেমের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মৃত আবুল কাশেমের পরিবার সূত্রে জানা যায়, খবর আসে দেলোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক। এমন খবর হঠাৎ শুনে তার পিতা আবুল কাশেম হৃদ রোগে আক্রান্ত হন। তাৎক্ষনিক পরিবারের লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে এ হামলার নিন্দা জানিয়ে আহত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানায়।