জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জে মাও. মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিশ এর মহাসচিব ও  খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে অংশ নেন কিশোরগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মী-সমর্থকেরা।
১৪জুলাই(শুক্রবার) বিকেল ৫টা জেলা শহরের শহীদী মসজিদ চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল আলেমদেরকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারনে সম্পূর্ণ বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি আলেম-উলামাদেরকে দ্রুত মুক্তি দেওয়া না হয় তাহলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও মুফতি জুনায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মুফতি মুখলেছুর রহমান,মুফতি খায়ের আহমদ, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, ছাত্রনেতা মাওলানা মুকাররম। (প্রমুখ)