জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর শোভাগমন উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪জুলাই(শুক্রবার) বিকেল ৩টা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি  মুহাম্মাদ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মুহাম্মাদ এমদাদুল ইসলাম এর সঞ্চালনায় দলটির জেলা কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ জানান আগামী ২২জুলাই(শনিবার) দুপুর ২টা জেলা শহরের আখরা বাজারস্থ শিল্পকলা একাডেমিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন। সম্মেলন সফল করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এসময় কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার উর্ধতন দায়িত্বশীলদের নিয়ে জেলা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।