রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৭ই জুলাই) দুপুরে উপজেলা পরিষদ থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন, এসোসিয়েশনের মুরাদনগর উপজেলা শাখার সভাপতি স্বপন পোদ্দার।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজীব, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।

ব্যবসায়ী সেলিম সরকারের উপস্থাপনায় র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, মুরাদনগর বাজার জুয়েলারী সমিতির সহ-সেক্রেটারী ওহাব আলী, সাংগঠনিক সম্পাদক খোকন সরকার, সদস্য গৌতম আচার্য, দিলীপ বৈঞ্চ, লিটন ঘোষ, দিলিপ সরকার, তপন কর্মকার, পান্টু কুমার দাস, দিলীপ দেবনাথ, মফিজ সরকার, সাধন দাস ও কাজল তলাপাত্র প্রমুখ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো হয়।