জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টায় তাড়াইল সদর বাজার এশিয়া ব্যাংকের উপর তলায় তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন এর সঞ্চালনায় পালিত হয়।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,  কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য (তাড়াইল) আলহাজ্ব একেএস জামান সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার।
অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, আনন্দ টিভি কিশোরগঞ্জ হাওড়াঞ্চল প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন সোহাগ, সহসাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, দৈনিক আমার সংগ্রাম এর বিশেষ প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েল সহ অন্যান্য সদস্যবৃন্দ।