শনিবার(২২জুলাই) বিকেল ৩টা জেলা সদর আখরা বাজারস্থ শিল্পকলা একাডেমিতে দলটির জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
তিনি বলেন পৃথিবীতে যতগুলো বৃহৎ আন্দোলন হয়েছে সে গুলোতে যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি সময় ছিল যখন মুরুব্বিরা ইসলামের বিরোধীতা করতো কিন্তু যুবকরা তখন ইসলামের পক্ষে কাজ করতো। তাই মহানবী হযরত মুহাম্মাদ ( সাঃ ) যুবকদের জন্য দোয়া করেছেন, যুবকদের সঙ্গে মহানবী (সা.) এর সেই দোয়া এখনো আছে। এসময়
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হা. মাওলানা আলমগীর হুসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(ময়মনসিংহ বিভাগ) মাওলানা নোমান আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, সাবেক সভাপতি মাওলানা মু’তাসিম বিল্লাহ মুত্তাকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতী কফিল উদ্দীন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মুসা খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ।
Print [1]