মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

“নিরাপদ মাছে ভরব দেশ, গরব স্মার্ট বাংলাদেশ” এই  স্লোগানকে সামনে রেখে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহিত কার্যক্রম বিষেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে একযোগে মৎস্য সপ্তাহ উদযাপিত হবে। পটুয়াখালীতেও সপ্তাহ জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাছের পোনা অবমুক্ত, সচেতনতামূলক র‍্যালী, আলোচনা সভা, জেলেদের নিয়ে প্রশিক্ষণ ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।
সোমবার (২৪ জুলাই) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বানৌজা শেরেবাংলা নৌঘাঁটি বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, পুলিশ পরিদর্শক দেওয়ান জগলুল হাসান, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন, নৌ পুলিশের উপপুলিশ পরিদর্শক রকিবুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান ও প্রাণী সম্পদ কর্মকর্তা জেরিন সুলতানা তৃষা।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং  মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।