প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সার্বিক সহযোগিতায় এবং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে উদ্যোগে গতকাল সোমবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে বই বিতরণ করা হয়েছে।কলেজের হল রুমে সহকারি অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপনের সভাপতিত্বে আয়োজিত বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মীনা দেবী, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো. জারজিস আহম্মেদ, প্রভাষক মিনহাজুল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্র ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আজিজুল হক সরকার এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অমর চাঁদ গুপ্ত অপু। শেষে প্রধান ও বিশেষ অতিথিসহ অতিথিদ্বয় বিশ্বসাহিত্য কেন্দ্র ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার সদস্য শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।
রিপোর্টারের নাম
,
আপলোডের সময় :
শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ,
আজকের সময় :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বইপড়া প্রতিযোগিতার বই বিতরণ
Print [1]