আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

গাইবান্ধা সদর থানা কর্তৃক ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার-১

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধা সদর থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ৷ তারই তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানার কুপতলা নাখরাজ গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে গাড়ি চেকিং ডিউটি করাকালে ৫ কেজি গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ৷

১৬ আগস্ট বুধবার রাতে মোটরসাইকেল থামিয়ে চেকিং ডিউটি করাকালে মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় রাখা আসামী (১) আশরাফুল ইসলাম, পিতা সহিদার রহমান সাং-নিউ জুম্মাপাড়া থানা-কোতয়ালী, জেলা- রংপুরকে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় ৷

সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী মামলা নং-২২, তারিখ- ১৭/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১/৩৮ রুজু করা হয়েছে ৷