বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বেতাগীতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলা পরষদ অডিরিয়ামে’ বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক এমপি হুমায়ুন কবির হিরু, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মুস্তফা জামান, কমিটির যুগ্ম আহবায়ক ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা সৈয়দ গোলাম রব, বাস্তবায়ন সমন্বয় কমিটির বেতাগী উপজেলা সন্বয়ক সাইদুল ইসলাম মন্টু, বেতাগী সরকারি কলেজের প্রভাষক মাসুদ সিকদার, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক লায়ন শামীম সিকদার, প্রভাষক নাজনীন আক্তার, প্রভাষক তরুন কান্তি, উদীচীর উপদেষ্টা স্বপন সিকদার,বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান, যুব রেডক্রিসেন্টর প্রতিনিধি মো : আরিফুর রহমান সুজন, এনসিটিএফ‘র সভাপতি খাইরুল ইসলাম মুন্না, শিক্ষার্থী মাহামুদ হাসান অমিত ও শিক্ষার্থী ইমরান হোসেন। সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেলআই প্রতিনিধি হাসান ঝন্টু।