আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে জাতীয় পার্টির মহাসচিবের ৭০তম জন্মদিন উদযাপন

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক চুন্নু’র ৭০ পাউন্ড কেক কেটে ৭০তম শুভ জন্মদিনে উদযাপন করেছে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

জানা যায়, উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার (১সেপ্টেম্বর) রাত ৭ টা ৩০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে ৭০ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।

উক্ত শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক ভূঁইয়া, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছাইদুর রহমান মুন্সী, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা ফরিদ উদ্দিন বাদল, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন জুয়েল, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল, উপজেলা জাতীয় পার্টির নেতা মতিউর রহমান মাস্টার, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদার, জাতীয় উলামা পার্টি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম সহ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমের কর্মীগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক চুন্নু মহোদয়ের দীর্ঘায়ু কামনা করেন এবং তাড়াইল করিমগঞ্জের উন্নয়নের রূপকার এড. মুজিবুল হক চুন্নু কে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।