মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন, গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে জমি-জমা নিয়ে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে চাচার নেতৃত্বে একদল দুর্বৃত্তের হাতে খুন হয়েছে ভাতিজা!
শনিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের হাতেম মৃধার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ আলামিন মৃধা (৩৫)। আলামিন উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ মাধবপুর গ্রামের মোঃ শানু মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার দিন শনিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আলামিন মিলঘর নামক বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা দিয়ে হাতেম মৃধার বাড়ীর সামনে পৌঁছালে পূর্ব থেকে  ওত পেতে থাকা কয়েকজন যুবক পথ গতিরোধ করে আলামিনকে এলোপাতাড়ি ভাবে চাাকু দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। আলামিনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, জমি-জমা নিয়ে বিরোধের সূত্রধরে একই বাড়ির আলামিনের চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই জাফরের নেতৃত্বে তাকে (আলামিনকে) কুপিয়ে হত্যা করা হয়েছে।
এঘটনায় রাত ১০টার দিকে উপজেলার বগা ফেরিঘাট এলাকা থেকে সন্দেহভাজন ২জনকে গ্রেপ্তার করে বগা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। অবশ্য গ্রেপ্তারের বিষয়ে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিরু মিয়া কোন মন্তব্য করেন নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।