নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সারাদেশে সার্কাসের রাজনীতি করছে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে ভূমিকা না রাখে ক্ষমতায় আসার আর থাকার জন্য মরিয়া হয়ে ওঠা ব্যক্তিরা সারাদেশে সার্কাসের রাজনীতি করছে।

১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মমতার রাজনীতিকেরা কেবল-ই ক্ষমতা আসার আর থাকার জন্য জোট-মহাজোট-যুগপৎ-মঞ্চ- মোর্চা করছে, কিন্তু বঞ্চিত-নিপীড়িত-নির্যাতিত জনগণের জন্য তাদের কোন ম্যান্ডেট নাই।

এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ বক্তব্য  রাখেন।