জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আমার বাবােরে ফেরত চাই!

মালয়েশিয়ায় বুলডোজার-মোটরসাইকেল সংঘর্ষে মাহাবুব আলম ( ২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় মালয়েশিয়ার জহুর বারু জেলার স্টেট কুলাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে।

জানা যায়, নিহত মাহাবুব আলম ২০১৫ সালে কর্মের তাগিদে মালয়েশিয়া যায়। সে গত ৫ মাস আগে ছুটিতে দেশের বাড়ীতে এসে কিছুদিন পর বিয়ে করেন। পরে ছুটি শেষে আবার মালয়েশিয়া চলে যায়। দুর্ঘটনার সময় তিনি নিজ কর্মস্থলে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় ব্যাকে আসা একটি বুলডোজারের পিছন দিক থেকে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তার পিতা কান্না জড়িত কন্ঠে বলেন,ওরে বাবো আমার বাবোরে ফেরত চাই, তার মৃত্যুতে দেশের বাড়ী মির্জাগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার এবং স্বজনরা মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছে।