রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ২২ লাখ টাকার চেক বিতরণ

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ১৯টি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৬ লাখ ২০ হাজার টাকা এবং ক্যান্সার, কিডনী, লিভার সেরোসিস, ষ্ট্রোকে প্যারাইলাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩২ জন রোগীদের মাঝে ১৬ লাখসহ মোট ২২ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ওই চেক তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল হক, পীর কাশীমপুর বহুমূখি সমাজ কল্যাণ সোসাইটির উপ-নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়, সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফখরুল হাসান সুমন প্রমুখ।