জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে আলোকিত সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ

মির্জাগঞ্জে আলোকিত সিকদার ফাউন্ডেশন এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।

অদ্য বিকাল ০৪ ঘটিকার সময় পুর্ব দেউলি চৌরাস্তা বাসস্ট্যান্ডে ০৪ নং দেউলি ওয়ার্ড, ০৮ নং রানিপুর ওয়ার্ড,০৯ নং মেন্দিয়াবাদ জানুয়ারি/২৩ হতে জুন/ ২৩ পর্যন্ত জন্মগ্রহণ কারি অর্ধশত শিশুদের পরিবারের মাঝে ০২ টি রেন্ট্রি ০২ টি মেহগনি ০১ টি পেয়ারা গাছ বিতরন করা হয়।

উক্ত ফাউন্ডেশনের প্রতিস্ঠাতা ও পরিচালক মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে চারা গাছ বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব ডঃ লায়ন মোঃ আলমগির হোসেন মল্লিক।

প্রধান উপদেষ্টা বলেন, উদ্দেশ্য হলো আজকের শিশুটি যখন প্রাপ্ত বয়স্ক হবে ১৮/২০ বছর পরে তখন বিবাহ সাদি বা চাকরির সময়ে এই গাছ বিক্রি করে কিছুটা হলেও উপকার করা যায়।
প্রধান উপদেষ্টা জানান, ভবিষ্যতে আরও মানবিক ও সামাজিক কাজ করার চেষ্টা করা হবে উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে।

ফাউন্ডেশনের আরেক উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালকের আমেরিকা প্রবাসি ছোট শ্যালক মোঃ সাব্বির হোসেন মৃধা আর্থিক ভাবে সহায়তা করেন এবং ভবিষ্যতেও উক্ত ফাউন্ডেশনের সামাজিক মানবিক সকল কাজে আর্থিক ভাবে সহায়তা করবেন বলে জানান।
স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন।

এসময় উপকার ভোগীরা বলেন, এই ধরনের উদ্যোগ একটি মহৎ কাজ, সকল বিত্তবানকে এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসা আহ্বান জানান।