মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী জেলার স্থানীয় সরকার এর অধীনে সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধীদের নিয়ে স্থানীয় সরকার দিবস – ২০২৩ উপলক্ষে  বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ৯ টায় পটুয়াখালী সার্কিট হাউজ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সরক ঘুরে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে  গিয়ে শেষ হয়।  পটুয়াখালী  জেলা প্রশাসকের প্রতিনিধিত্বে উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ  সুলতানা হেলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হাফিজুর রহমান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর বৃন্দ, ইউপি চেয়ারম্যন ও সদস্যবৃন্দ, পটুয়াখালী স্থানীয় সরকারের সকল স্তরের কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ, সরকারী ও বেসরকারী শিক্ষার্থী বৃন্দ।
র‍্যালি শেষ করে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।  স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর মেলায় অংশগ্রহণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে বেলা ৩টায় পটুয়াখালী ডিসি স্কোয়ার মঞ্চে ঐতিহ্যবাহী হাডুডু খেলা এবং বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা  সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।