নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিল্পকলায় ৩ দিনব্যাপী কর্মসূচী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে আগামী ২৭-২৯ সেপ্টেম্বর দেশব্যাপী তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানমালা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর, বিকাল ৪ টায় একাডেমির জাতীয় চিত্রশালার ২ ও ৪ নং গ্যালারীতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপর অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

২৮ সেপ্টেম্বর, সকাল ১০.৩০ টায় একাডেমির উন্মুক্ত মঞ্চে বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘উন্নয়নের চারুশিল্প’ শীর্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপর আর্টক্যাম্প এর উদ্বোধন করা হবে।

এবং ২৯ সেপ্টেম্বর, বিকাল ৩.৩০ টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র  রচিত গ্রন্থাবলী নিয়ে পাঠচক্র; বেলা ৪.৩০ টায় একাডেমির  নাট্যশালার সামনে থেকে শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত হবে শোভাযাত্রা এবং বিকাল ৫ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।