মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ , আপলোডের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বামনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর আয়োজনে তাঁর অফিস কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বরগুনা সরকারি মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ পরিমল কর্মকার, উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী,সাধারণ সম্পাদক সঞ্চয় কর্মকারক, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক মানিক কুমার পঙ্কচ এ সময় আরো উপস্হিত ছিলেন। উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ।