জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জ বিএনপির সি: সহ-সাধারণ সম্পাদক হলেন আব্দুর রাজ্জাক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী উদীয়মান সমাজসেবক আব্দুর রাজ্জাক।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

আব্দুর রাজ্জাক মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমত পুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তিনি দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে, তিনি মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছেন, রাজনৈতিক মামলায় গ্রেফতারও হয়েছে।

আব্দুর রাজ্জাক ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

উল্লেখ্য, গত ২৫ শে মে কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে কাকরাবুনিয়া ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে গত ২২ মে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে কাকরাবুনিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল বারেক কে বহিষ্কার করেন, তার বহিষ্কারের কারণে পদটি দীর্ঘদিন শূন্য ছিল।