দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বিএনপির অবরোধের বিরুদ্ধে হরিরামপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের বিরুদ্ধে প্রথম দিনে মানিকগঞ্জের হরিরামপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।

৩১ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১২টার দিকে উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঝিটকা বাজার পদক্ষিন করে হরিরামপুর মোড়ে এসেছে শেষ হয়। মিছিল শেষে এক পথ সভায় অবরোধের বিরুদ্ধে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুল হাসান মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু পরিতোষ কর্মকার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কামরুল হাসান ফিরোজসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।