মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

“পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলা পুলিশ এর আয়োজনে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিসিং ডে ২০২৩।
শনিবার (৪ঠা নভেম্বর) পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনস থেকে একটি র‍্যালি  বের হয়ে সার্কিট হাউজ সরক প্রদক্ষিণ করে জেলা শিশু কলা একাডেমিতে গিয়ে শেষ হয়। কমিউনিটি পুলিশিং ডে  উপলক্ষে র‍্যালি শেষে পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে পটুয়াখালী  শিশুকলা একাডেমিতে একটি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ আসনের সংসদ সদস্য (সাবেক চীফ হুইপ) জনাব আ, স, ম ফিরোজ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,  মোঃ নূর কুতুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র  মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ গোলাম সরোয়ার, কমিউনিটি পুলিশ ফোরাম এর সভাপতি প্রফেসর আবদুস সালাম প্রমুখ।
সভায় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম  এর পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান ও মহিপুর থানার এসআই  মোঃ আল আমিন কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আ স ম ফিরোজ এমপি  বলেন আওয়ামী লীগের শাসনামল থেকেই  পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং জনগণ পুলিশকে সম্মান করা শিখেছে।  তাই পুলিশ জনতা ভাই ভাই। সকলের আন্তরিক সহযোগিতা থাকলে কমিউনিটি পুলিসিং কার্যক্রম ব্স্তব্য়ন হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হক মিকির নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, জেলার গুরুত্বপূর্ণ নাগরিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ,  পুলিশ সদস্যবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।