কত কাল ভালোবাসা হয়নি নিজেকে
কত কাল ভালোবাসা হয়নি নিজেকে অথচ সেই’মানুষ টা উদাউ হলো আমাকে একা রেখে”
তার জন্য বুকের বিতর আজ ও কান্না করে
রাএি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্তনাতে দিলো ভাসাই অথই জলে যার জন্য রিদয় জানলে ও বিষাধ ছারা চোখের কোনো ভাষা হয় না। কান্না ছারা এই জনমে কোনো ভালোবাসা হয় না।
আর কত কাল দুঃখ আর দহন পুসবো ভালোবাসতে। আর কত কাল আমার মৃত্যু হবে তোমায় ভালোবাসতে।
কত কাল ভালোবাসা হয় না নিজেকে
এবার খানিক সময় পেলে গুছিয়ে নিবো নিজের জীবন টা কে”
সত্যি সত্যি ভালোবাসতে অনেক টা পথ হেটে এসে শিকবো এবার সত্যি সত্যি নিজেকে ভালোবাসতে।
লেখক:সুমি আক্তার মিম
আমুয়া শহিদ রাজা ডিগ্রি কলেজের ছাত্রী
কাঁঠালিয়া – ঝালকাঠি
Print [1]