আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পলাশবাড়ীতে আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ হলরুমে অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকারের সভাপতিত্বে ও আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার আয়োজনে ব্যাংকের বিভিন্ন সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক সাজিদ হোসেন, অফিসার মার্কেটিং এন্ড সেলস এস.এম নূর-ই-শাহরী, আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুল্লাহ সাদ্দাম, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদা চৌধুরী প্রমূখ। নারীদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এমন সেমিনারের আয়োজন করেন বলে জানান আয়োজকরা।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমস্ত অনুষ্ঠান সঞ্চালন করেন আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার লোন পারফরম্যান্স অফিসার সাজিয়া আহমেদ বাঁধন।