আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া, তাড়াইল পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক ফরিদুজ্জামান খান বাদল, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, মনিরুল হক আজহার, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, আসাদুজ্জামান মবিন, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর শরীফ উদ্দীন জুয়েল, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক রইছ উদ্দিন মোল্লা, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, তাড়াইল বিআরডিবির চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজু শিকদার। উপজেলা ও সাতটি ইউনিয়ন থেকে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।