নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশীকে প্রত্যার্পণ

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি ডিটেনশন সেন্টারে আটক মোট ১৪৩ বাংলাদেশী নাগরিককে আজ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট (ইউজেড ০২২২)  আটক থাকা ওই বাংলাদেশীদের নিয়ে ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সহযোগিতায় ত্রিপোলিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বাত্মক প্রচেষ্টায় নিরপরাধ এই অসহায় বাংলাদেশী নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেককে পকেট মানি ও খাদ্যসামগ্রী হিসেবে ৫,৮৯৬ টাকা দেওয়া হয়েছে
নিয়মবহির্ভুত বাংলাদেশীদের লিবিয়া থেকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে আগামীকাল ও আগামী ৫ ডিসেম্বর আরও ৩৭৩  বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হবে।