আরিফুর রহমান সুজন: , আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে ১৪৫ জনকে ফ্রী চক্ষু চিকিৎসা প্রদান

বরগুনার বেতাগীতে ১৪৫ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর ) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বেতাগী সরকারি কলেজে ইস্পাহানি ইসলামি চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল বরিশাল শাখার একদল চিকিৎসক টিম এ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।

স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ কল্যাণ যুব পরিষদের আয়োজনে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম বরগুনা জেলা শাখার সহযোগিতা উপজেলার প্রত্যন্ত এলাকার চোখের নানা রোগের ১৪৫ জন রোগীদের বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেয়া হয়। চোখের ছানী রোগে আক্রান্ত ১২ জনকে অপারেশনের জন্য বরিশাল পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,উদীচী শিল্পী গোষ্ঠী বেতাগী সংসদের সভাপতি দিপক কুমার গুহ, জাতীয় যুব কাউন্সিল সদস্য অলি আহমেদ, আঁধারের আলো নারী কল্যাণ সমিতির সভানেত্রী মোসাঃ সাহেরা বেগম, তির্জা ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান সুজন, সদস্য ফাতিমা কবির স্মৃতি, ফারজানা আক্তার, মোঃ আশিকুর রহমান মুন্না, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্য মো: আশিকুর রহমান মুন্না, মোঃ ইমন মোঃ শাকিল।