মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীর ৪টি আসনে ৪ স্বতন্ত্র প্রার্থী সহ ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ  বিভিন্ন দলের ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রসাশন ও রিটানিং অফিসার। তবে পটুয়াখালী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী নেই।
এর মধ্যে (১১১) পটুয়াখালী-১ আসনে থেকে মোঃ খলিল, “বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)”, এবিএম রুহুল আমিন হাওলাদার ” জাতীয় পার্টি”,
মোঃ নজরুল ইসলাম “ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)”, মোঃ আফজাল হোসেন “বাংলাদেশ আওয়ামী লীগ”, কেএম আনোয়ারুজ্জামান মিয়া “জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)”,  মহিউদ্দিন মামুন ” বাংলাদেশ সাংস্কৃতিক জোট (মুক্তি জোট)”।
(১১২) পটুয়াখালী- ২ আসনে থেকে অ.স.ম ফিরোজ “বাংলাদেশ আওয়ামী লীগ”, মোঃ জোবায়ের হোসেন “বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট( বি এন এফ)”, হাসিব আলম “স্বতন্ত্র”, মোঃ মহসীন হাওলাদার ” জাতীয় পার্টি”, মাহবুবুল আলম ” তৃণমূল বিএনপি”।
(১১৩) পটুয়াখালী-৩ আসন থেকে মোঃ ছাইফুর রহমান “ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)”, এস এম শাহজাদা “বাংলাদেশ আওয়ামী লীগ”, এ ওয়াই এম কামরুল ইসলাম “বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বিএনএফ)”,  মোঃ নজরুল ইসলাম “জাতীয় পার্টি”, আবুল হোসেন ” স্বতন্ত্র”, মোঃ ওবায়দুল ইসলাম “তৃণমূল বিএনপি” মোঃ নূরে আলম “বাংলাদেশ সুপ্রিম পার্টি”।
(১১৪) পটুয়াখালী-৪ আসন থেকে আব্দুল্লাহ আল ইসলাম লিটন ” স্বতন্ত্র”, মোঃ মহিববুর রহমান “বাংলাদেশ আওয়ামী লীগ”,  আঃ মান্নান হাওলাদার “জাতীয় পার্টি”, মোঃ মাহাবুবুর রহমান “স্বতন্ত্র”, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু “জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)”, জাহাঙ্গীর হোসাইন “বাংলাদেশ কংগ্রেস”।