নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আদম তমিজি হক গ্রেফতার

আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম। আটকের পর তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, গত ১৬ নভেম্বর আদম তমিজির বাড়িতে অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।

গত সেপ্টেম্বরে নিজের পাসপোর্ট পুড়িয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম তমিজি। ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তমিজি হককে অব্যাহতি দেয়া হয়।