মঙ্গলবার ১২ই ডিসেম্বর ২০২৩ বিকাল চারটায় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের দোহাজারী উপজেলার কাটগড় এলাকায় শঙ্খনদীর দু’পাশের মনোরম পরিবেশে সৌন্দর্য উপভোগ, নৌকা ভ্রমণ ও পরিদর্শন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী পরিবারের সদস্য ও শিল্পীগোষ্ঠীর প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী দোলন জলদাশ, বিথি দাস, দীপিকা দাশ, শিল্পীরানী দাস, মিতা দাস, দীপা দাস, জুয়েল মল্লিক, পপি মল্লিক, নিশা দাস, বিশ্বজিৎ দাস, দেবব্রত দাস, তুষি দাস, আকাশ দাস, অনিক দাস, দ্বীপ দাস, ক্ষুদে চিত্রশিল্পী দীপায়ন দাশ অর্ণব, মোহিনী দাস, অর্ক দাস, রাজ মল্লিক প্রমূখ।
এসময় উপস্থিত সকলের মাঝে বক্তব্যকালে শিল্পী বিপ্লব জলদাস বলেন – ভ্রমন ছাড়া মেধা বিকাশ সম্ভব নয়। ভ্রমন মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে । কুসংস্কার, গোঁড়ামি এবং সংকীর্ণতার জন্য ভ্রমণ হলো মহা ঔষধ। ভ্রমণ এবং স্থান পরিবর্তন, মনে নতুন উদ্যম জোগায়। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : শঙ্খনদীতে বিনয়বাঁশী পরিবারের আনন্দ ভ্রমণ
Print [1]