মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীতে প্রকল্প পরিচিতি এবং স্বাস্থ্য কার্ড (রেড কার্ড) বিতরণ উদ্বোধন

“কম খরচে মানসম্মত চিকিৎসা সেবা” নগরবাসী সকলের জন্য পটুয়াখালীতে স্বাস্থ্য কার্ড (রেড কার্ড) বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে পৌরশহরে অবস্থিত নগর মাতৃসনদ ও নগর স্বাস্থ্য কেন্দ্র আরবান প্রাইমারী হেল্থ্ সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট- ২য় পর্যায় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমানসহ অন্যান্যরা।

প্রধান অতিথি এসময় হতদরিদ্র নারী / পুরুষের মাঝে ৩ হাজার পারিবারিক স্বাস্থ্য কার্ড (রেড কার্ড)  বিতরণ উদ্বোধন করেন।