দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মানিকগঞ্জ-২: ট্রাকের জয়, মমতাজের পরাজয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে জয়ী হলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

রবিবার রাত ১১ টার পর এ আসনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১৯৩টি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এতে ৬ হাজার ২৫৬ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন।

রবিবার সকাল আটটায় মানিকগঞ্জ-২ আসনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বড় ধরনের কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।