আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মফিজের উল্লাসে ঈগল পরাজিত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি তার নৌকা প্রতিকে ৫৭১১৫ (সাতান্ন হাজার একশত পনের) ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মেজর মফিজুল পেয়েছেন ২৬৩৮২ (ছাব্বিশ হাজার তিনশত বিরাশি ) ভোট।

উল্লেখ্য, জেলার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা নিয়ে গাইবান্ধা-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬ জন। দুই উপজেলার মধ্যে পলাশবাড়ীতে রয়েছে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ৷

অপরদিকে সাদুল্ল্যাপুরে রয়েছে ১১টি ইউনিয়ন, এখানে পলাশবাড়ীর তুলনায় ভোটার সংখ্যাও অনেক বেশী । জেলার গুরুত্বপূর্ণ এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ১ জন ও স্বতন্ত্র সহ বিভিন্ন দলের মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি । লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত মাইনুর রাব্বী চৌধুরী তিনি পেয়েছেন-৭৪৬৫ ভোট । ঢেঁকি প্রতীকে আজিজার রহমান বিএসসি পেয়েছেন ১৬১৮৯ ভোট ৷ মশাল প্রতীকে খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন-৭১৬৭ ভোট ৷ ট্রাক প্রতীকে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহারিয়া খান বিপ্লব পেয়েছেন ৪১৯২ ৷ নোঙ্গর প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত মঞ্জুরুল হক সাচ্চা পেয়েছেন ২২৫ ভোট । গামছা প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী পেয়েছেন ১৮৭ ভোট। কেতলী প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ পেয়েছেন-৫৪৯ ভোট । আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পেয়েছেন ১৫০ ভোট ৷

সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমরা প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব সহকারে দেখেছি। তবে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ সকল বাহিনী নিয়োজিত ছিল এবং তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছে। এ আসনে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।