দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ নেতা উৎসর আনন্দ মিছিল

মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামিউল তায়িব উৎসর নেতৃত্বে এম এ রউফ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক বিশাল আনন্দ মিছিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম রাজা, সাবেক মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আরজ, ছাত্রলীগ নেতা হারেজ শিকদার, তপু, ওসমান, স্বাধীন সহ আরো অনেকে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সামিউল তায়িব উৎস বলেন, সমাজে চলমান সকল নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে আমরা ছাত্রলীগ কর্মিরা সবসময় নবনির্বাচিত এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সাথে আছি।