আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সাংবাদিক মতিন মোহাম্মাদ এর পিতা মজিবুর রহমান বাবু আর নেই!! বিভিন্ন মহলের শোক প্রকাশ

পলাশবাড়ী প্রেসক্লাবের অন্যতম সদস্য ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিক মতিন মোহাম্মদের পিতা মজিবুর রহমান বাবু (৮৫) আর নেই!

তিনি বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত মজিবুর রহমান বাবু পলাশবাড়ী পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর তার নিজ গ্রাম বৈরী হরিণমারী গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক মতিনের পিতার মৃত্যুতে পলাশবাড়ীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।