বরগুনা টু মির্জাগঞ্জ সড়কে কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বে-পরোয়া গতির একটি মালবাহী ট্রাক এক পথচারীকে হত্যা করে পালিয়ে যায়। দুর্ঘটনার ২ মাস ১৪ দিন পর পলাতক এক ঘাতককে আটক করেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় সেদিন নিহত হয়েছিল কাকড়াবুনিয়া ইউনিয়নের এক ইউপি সদস্য এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা। ওই দিনই ঘাতক ট্রাকটিকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ। তবে পালিয়ে যায় ট্রাকের ড্রাইভার ও তার সহকারী। ২৭ শে নভেম্বর এ বিষয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়।
২২শে জানুয়ারী (সোমবার) র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি চৌকস অভিযানিক দল ওই দুর্ঘটনার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সাদ্দাম তালুকদার (৩৫)কে বরগুনা জেলার আমতলী উপজেলার ছুরিকাটা ট্রাক স্ট্যান্ড এলাকা হতে কৌশলে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল বলেন, ইতোমধ্যে আমরা একজন পলাতক আসামি আটক করেছি তবে অপরজনকেও আটক করার প্রচেষ্টা চলছে।
Print [1]