আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পলাশবাড়ীতে দু:স্থ-অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

বিজ সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় ১শ ৬০ জন দু:স্থ- অসহায় ও শারিরীক প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজ।

বৃহস্পতিবার দুপুরে প্রশিকা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আব্দুল্লাহ্-আল-মঈদ,
বিজ প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচী) শাহী মাছুমা আখতার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বেল্লাল হোসেন, বিজ পলাশবাড়ী জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান ও
বিজ স্বাস্থ্য কর্মসূচীর পলাশবাড়ী জোন ম্যানেজার মোজাহার আলী প্রমুখ।

উল্লেখ্য, এলাকার অর্থ সামাজিক উন্নয়নে মাইক্রোফিনান্স কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।